মেরী ম্যাগডালিন/ভাস্বতী রায়
মেরী ম্যাগডালিন
ভাস্বতী রায়
জেরুজালেমের মন্দির থেকে
ক্রুশবিদ্ধ ক্ষতবিক্ষত যীশুকে
যেদিন টেনে হিচরে নিয়ে যাচ্ছিলো
নীরবে কাঁটায় কাঁটায় ক্ষতবিক্ষত
হয়ে যাচ্ছিল মেরী ম্যাগডালিনও।
হিংসার দাবানলে রোজ পুড়ছে
হাজার হাজার ম্যাগডালিন
ইতিহাসের পাতায় কোত্থাও
খোদাই হয় না তাঁদের বেদনার
চিহ্নমাত্র।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴