মেয়ে ফেরেনি ঘরে/অমিতাভ গোস্বামী
মেয়ে ফেরেনি ঘরে
আকাশ কালো মেঘলা বিকেল
বৃষ্টি মেখে গায়ে
স্বপ্ন চোখে বাসের থেকে
নামল সে এক মেয়ে।
বাস স্ট্যান্ডের বাঁদিক ঘেঁষে
পথ গিয়েছে দূরে
হাতছানি দেয় ছবির মতন
গ্রামখানি মন জুড়ে।
ভাইয়ের ছিল আসার কথা
ভাই আসেনি কেন ?
ভাবল মেয়ে একাই যাবো
ভাই ছোট এখনও।
পরীক্ষা শেষ ফিরছিল সে
ক্লান্ত শরীর তার
তাড়াতাড়ি হাঁটছিল আজ
আকাশের মুখ ভার।
রোজ দুবেলা এই পথে যায়
প্রতিটি বাঁক চেনা
চেনা পথেই লুকিয়ে বিপদ
জানে কি আনমনা ?
ঝাঁপিয়ে পড়ে হায়েনার দল
ঝোপের আড়াল থেকে
কামড়ে ধরে অন্ধকারে
ছিবড়ে করে তাকে ।
ফুলের মতো শরীর যে ওর
স্বপ্ন হাজার চোখে
চেয়েছিল পাখির মতো
ছুঁতে আকাশটাকে।
মেঘের বেশে সেই আকাশে
গেল সে আজ উড়ে
বৃষ্টি নামে চোখের পাতায়
মেয়ে ফেরেনি ঘরে।
আজও যখন মেঘকে দেখি
বৃষ্টি হয়ে পড়ে
জানি না কোন বাগানে ফুল
বৃন্ত থেকে ঝরে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴