মেঘলা দুপুর/শ্রুতি দত্ত রায়
মেঘলা দুপুর
শ্রুতি দত্ত রায়
বাইরে যখন বৃষ্টি পড়ে
জল-ঝাপটে পাতা নড়ে
মেঘ গুড় গুড় আকাশ জুড়ে
কাজে আমার মন বসে না তখন।
অগোছালো ঝড়ো বাতাস
জল ঝরানো মেঘলা আকাশ
বাদলায় মন করল উদাস
স্মৃতির সায়রে ঢেউ জাগাল এখন।
পড়ল মনে ছেলেবেলা
জল থৈ থৈ কতই খেলা
কাগজ দিয়ে ভাসানো ভেলা
কোঁচড় ভরা চালভাজাতে ভোজন।
কচুপাতায় আনাগোনা
গামছা ভরে চারাপোনা
মায়ের মুখের গল্প শোনা
ইচ্ছে মতন খুশি কয়েক ডজন।
ঝাপসা দুপুর পরায় মনে
একলা বসে বাতায়নে
বাদলা দিনের এমন ক্ষণে
দিনগুলো সব ভেসেই গেছে কখন।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴