মৃগনাভী হরিণী/শুক্লা রায়
মৃগনাভী হরিণী
শুক্লা রায়
একদিন, কোনো একদিন -
দলছুট হরিণীর মতো ভুল পথে হেঁটে যাবে সে,
বাতাসের গন্ধ চিনে চিনে
কিশোরী বেনী যেদিন হয়ে যাবে
অচেনা নদীর উত্তাল ঢেউ
একদিন, কোনো একদিন ভেসে যেতে পারে সে
একদিন, কোনো একদিন -
দলছুট হরিণীর মতো
একা কোনো মৃত্যুকে চিনে নেবে সে।
যেদিন পুরনো চাঁদ নতুন হবে
অরণ্য ভেসে যাবে ভুল গান আর কথার স্রোতে
মৃত্যুরা ফাঁদ পেতে থাকে।
মৃগনাভী হরিণীর ঘ্রাণ যখন বাতাসে ছড়ায়
মৃত্যুরা ফাঁদ পেতে থাকে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴