মুহূর্ত
মুহূর্ত
প্রজ্জ্বলিকা কর
--------------------
ভোরবেলায় গভীর অরণ্য থেকে আলো এসে বলছে - এসো এই মাত্র জন্ম হলো ঝর্ণার। ঝর্ণা বলছে - এসো গভীরে ছুঁয়ে যাই সমুদ্রে। এই মাত্র জন্ম হল কতগুলি ঢেউয়ের। ঢেউ বলছে - এসো, নতজানু হয়ে সমুদ্রের পা জড়িয়ে ধরি, সমুদ্রের ধার থেকে বলছে উষ্ণশ্বাস। সেও বলছে - এসো, নির্জন সৈকতে ছড়িয়ে দিই বহুলতা। বহুলতা বলছে - এসো এইমাত্র কিশোরী হলো বালুকা। সদ্য জন্মানো ঝর্ণার মতো সে হাসছে বলছে সেও - এসো এসো, হাঙড় শিশুদের সঙ্গে সমুদ্র স্নান করি। দিগন্তের কপালে ওই যে বাঁকা টিপ, সেও বলছে - এসো দিগন্তখানি জুড়ে নামিয়ে দিই অন্ধকার। আমি হারিয়ে যাই চাঁদের আলোর মধ্যে। বলছে চাঁদ, সময়ের সাথে যেখানে মিশে আছে চিরকালের শূন্যতা। সেও বলছে - এসো এক জন্মের সমস্ত চলে যাওয়ার মধ্যেই জন্ম হল পুনর্জন্ম। এক তীব্র ভালোবাসার অঙ্গীকারে সেও বলছে - শুধুই ডাক হয়ে ধ্বনিত হই, এসো।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴