মুষলপর্ব/পার্থ বন্দ্যোপাধ্যায়
মুষলপর্ব
পার্থ বন্দ্যোপাধ্যায়
বস্ত্রহরণ পর্বের পরেও আরও পর্ব থাকতে পারে কখনো ভাবিনি
সময়ের দরকষাকষিতে এক একটা প্রভাত আসে
বিমানে চড়ে পশ্চিমের দেশে পাড়ি দেবার স্বপ্ন প্রজন্মকে গিলে খায়।
পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে
পশ্চিমে পুরুতগিরিও
নাকি বেশ গ্ল্যামারাস
রুপি তলিয়ে যায় কালের অতল গহ্বরে।
পলাশবাড়ীর শিলতোর্সায় অবগাহন করে
প্রাণদায়ী বাতিল ওষুধ
সুপার মার্কেটগুলোয় ডিগ্রি কেনা বেচা হয়
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছড়ানো মার্কশীট
ছিঁড়ে ফেলা ও এম আর সিট বুকে নিয়ে
নিটের ছাত্রী রাত জাগে
দীর্ঘ শ্বাসে জমাট বাঁধে অন্ধকার
রক্তঝরানো শহীদরা মাথা তোলে চিতা থেকে
বাংলা মাধ্যম শুধুই শ্লোগান লিখতে শেখায়।
বিদ্রোহ - বিপ্লব সাদা দেওয়াল জুড়ে ঘুরপাক খায়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴