মাল্যবান মিত্র-র আলোচনায় সুকান্ত নাহা -র বই 'সেলিম একটি গল্প এবং মৌলবাদ'
মাল্যবান মিত্র-র আলোচনায় সুকান্ত নাহা -র বই 'সেলিম একটি গল্প এবং মৌলবাদ'
শিল্পের কোনো ধর্ম হয় না, শিল্পীর হলেও সেটা নগন্য, সম্প্রতি হাতে এসেছে একটা গল্প সংকলন, বইটার নাম ‘ সেলিম একটি গল্প এবং মৌলবাদ‘ রচয়িতা সুকান্ত নাহা। ২০১৯ সালে প্রথম প্রকাশিত হয়েছিল সেলিম একটি গল্প এবং মৌলবাদ, বইটির প্রকাশক চিরযুবক পরিব্রাজক ও সু সাহিত্যিক শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য, বইটির প্রচ্ছদ শিল্পী শ্রী সমরেশ বসাক এবং মুদ্রক ঋষভ পাবলিকেশন। বর্তমান পৃথিবীর দিকে দেখলে দেখা যাবে বর্তমানে পৃথিবীর অন্তত চল্লিশটি দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধের দ্বারা প্রভাবিত, গৃহযুদ্ধ - রাজনৈতিক পট পরিবর্তন থেকে একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী অস্ত্রচালনার ক্লেদভরা যাপন পৃথিবীর কোটি কোটি জনসাধারণ বর্তমানে রোজ ভোগ করছে ; আর এই যুদ্ধের অন্যতম কারণ ধর্ম ও মৌলবাদ। এই পটভূমিকায় ‘সেলিম একটি গল্প এবং মৌলবাদ‘ গল্পটার অনিন্দ্য আর সেলিমকে অনেকদিন মনে থাকবে। বহুমুখীতা না থাকলে শিল্পের ক্ষতি হয়, একটা মানুষের মধ্যে যখন অনেক মানুষ বাস করতে পারে ও যখন তারা একটা ধারালো কলমের রক্তে ভিজে শব্দ হয়ে ওঠে তখনই সেলিমদের জন্ম হয় আর মৌলবাদ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেতনা পায় মানুষ বা লেখক।
জানতে পারলাম সুকান্তবাবু চা বাগানের দীর্ঘদিনের কর্মী, তাই বলতে ইচ্ছে করছে সেলিম একটি গল্প এবং মৌলবাদ বইটি, র্ফাস্ট ফ্লাস, সেকেন্ড ফ্লাস' অটাম ফ্লাস বা মুনবল এর চা এর মলাটবন্দী বিভিন্নতা সমেত নানান স্বাদগন্ধে ভরপুর ইন্দ্রিয়গ্রাহ্য দশটি গল্পের সংকলন। কোনোটা সুগন্ধী কোনোটার স্বাদটা তেতোর দিকে হলেও সুস্বাদু। এছাড়াও কোনোটার র্আদ্র হরিদ্রাভ রঙ গল্পপাঠের শেষে মস্তিষ্কের কোষে পরিচিতি স্থাপন করে; এই প্রসঙ্গে চাকা, ধানো মাহালি, একটি রাজনৈতিক খুন ও সেই পাগলটা, ঘোড়া আর সেলিম একটি গল্প এবং মৌলবাদ বর্তমানে আমার কাছে সেকেন্ড ফ্লাস সিলভার নিডল এর চা এর মতো প্রিয় হয়ে উঠেছে অচিরেই। সম্প্রতি আরো জানলাম, লেখক দৈনিক বসুমতি, মন্দার পত্রিকা, সংহতি পত্রিকা, উত্তরবঙ্গ সংবাদ সহ বিভিন্ন পত্র পত্রিকার একটা সময়ের নিয়মিত লেখক হবার পরেও স্বেচ্ছানির্বাসনে ছিলেন অনেকটা সময়, যা বাংলা ভাষার পাঠককুলকে বঞিত করেছে বলেই মনে হয়; তবে এই নির্বাসন লেখকের কলমকে আরো শক্তিশালী করেছে বলেই মনে হয়, কারণ এই নির্বাসনের পর ফিরে এসে লেখা সেলিম একটি গল্প এবং মৌলবাদ ও চা ডুবুরি দুটি বইই একজন সাধারণ পাঠক হিসাবে বেশ ভালোই লেগেছে। পড়ে দেখতে পারেন…..
সেলিম একটি গল্প এবং মৌলবাদ
প্রকাশক : শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য
প্রচ্ছদ : সমরেশ বসাক
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴