মাল্যবান মিত্র
প্রতিবিম্ব
মাল্যবান মিত্র
চাঁদের মাটি ছুঁয়েছে মহাজীবন, নক্ষত্রযাত্রা শুরু করেছে আদিত্য, আলোর থেকে বেশি গতিশীল মন, ব্রম্মাণ্ড স্পর্শ করতে বদ্ধপরিকর, পাথুরে দেয়ালে বাইসন আঁকা মানুষ এখন নভোশ্চর।
অন্যপ্রান্তে দৈনিকসংবাদপত্রে খুন-ধর্ষণ আর হিংসা, আপাতকালীন বাস্তবে ভালো আর মন্দের সংঘাত ; অভিযোজনের আছিলায় বৈষম্যের ধোঁয়া, সামাজিকমাধ্যমে সুখী দেখাবার অবিরাম চেষ্টাকে প্রতিনিয়ত করে তুলছে অবান্তর।
আয়নাবাজী দেখাচ্ছে একটা মানুষ, সময়মাখা শরীরের প্রতিপ্রান্তে সুরের মূর্ছনায় ভৈরবী থেকে মালকোষ বেজে উঠছে নানান মন নিয়ে, আগামীর অতিসহ্যে বর্তমান ধাক্কা খাচ্ছে প্রতি মুহুর্তে। তবু স্বপ্ন, ভালোবাসা, শান্তি, শব্দগুলো শুনতে ভালো লাগে, যেদিন পথের ধারের প্রাচীন কৃষ্ণচূড়া গাছের নতুন ফুল লিখবে নতুন উপকথা, সেদিন প্রতিবিম্ব হাসবে আর বলবে ভালো থেকো।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴