মাল্যবান মিত্র-র আলোচনায় গৌরীশঙ্কর ভট্টাচার্য-র 'হাতিরা এল পিকনিকে '
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া…
মাল্যবান মিত্র
বই : হাতিরা এল পিকনিকে
লেখক : গৌরীশঙ্কর ভট্টাচার্য
প্রকাশক : বইওয়ালা
দৈনিক আলুভাতে পত্রিকার নাম দেওয়া লবডঙ্কাস্বামী বা দৈনিক নাড়ি ভুড়ি পত্রিকার সম্পাদক করালীদা কি লিখবেন না জানলেও, সত্যি সত্যি হাতিরা পিকনিকে এলে কি হতে পারে পিকনিকের এই মরসুমে তা জানতে ও উপভোগ করতে পড়তে পারেন গৌরীশঙ্কর ভট্টাচার্যের লেখা কিশোর গল্প সংকলন ‘ হাতিরা এল পিকনিকে’; বিভিন্ন সময় আনন্দমেলা,উত্তরবঙ্গ সংবাদ, দৈনিক বসুমতী, শুকতারা প্রমুখ পত্রিকায় প্রকাশিত তিরিশটি ছোট গল্পের আকর্ষক এই সংকলনটি. একটি ‘ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, দেখা হয় নাই চক্ষু মেলিয়া…. ‘ গোত্রের সুখপাঠ্য কিশোর ভ্রমন সাহিত্য তো বটেই, বয়েসের সীমা অতিক্রম করে গল্প সংকলনটি ফেলে আসা সময় ও বর্তমান সময়ের বিবর্তন - সহাবস্থান সংঘাত থেকে পুরোনো শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার অথবা বেলাকোবা লাটাগুড়ি সোনাপুর শিমুলবাড়ির মতো অপরিচিত জায়গার প্রেক্ষাপট পাঠককুলের কাছে দী পু দা বা কোলকাতা থেকে দুরে মফস্বলী গন্ধমাখা কুপমন্ডুকতা কে ঘৃনা করার ও স্মৃতি রোমন্থনের আকর্ষক উপকরন বলেই মনে হয়।
সেদিন শিলিগুড়ির রাস্তায় প্রচুর জ্যাম, রবিবার সত্যেও, শহরের আধুনিকতার উড়ালপুলগুলো নির্মমভাবে ব্যার্থ এই প্রাত্যহিক যন্ত্রনা অতিক্রম করতে, মনে পরলো লেখকের ভূতানন্দজির কথা যে একদিন বলেন..’..গোলেমালে কিন্ত বেশি দিন যায়না আর তার পরেরদিন বলেন ‘- এলোমেলো করে দে মা লুটেপুটে খাই ‘; আর তার পরেই মনে হল মিটিং এ যদি হাতিদের ডাকা যায় বা তবে সেবক বা বৈকুন্ঠপুর এর জঙ্গল থেকে প্রতিদিন হাতিরা এসে শিলিগুড়িতে যদি দুঘন্টা মার্চ করে তবে সত্যিই ভালো হয়। তবে এরপর যেটা ঘটলো সেটা এর থেকেও বেশি আশ্চর্যের উপহার পেলাম স্মৃতির মনিকোঠায় রাখার মতো কিছু অমূল্য সম্পদ, স্বয়ং লেখকের সাথে কাটানো অনেকটা সময় কিছু অমূল্য পত্র পত্রিকা গাইড বুক বই এর সাথে এই সংগ্রহে রাখার মতো এই গল্প সংকলনটি, ‘হাতিরা এল পিকনিকে' বইটির প্রকাশক, বইওয়ালা, কোলকাতা, প্রথম সংস্করণ প্রকাশ পায় ২০১৬ সালে, প্রচ্ছদ শিল্পী পার্থপ্রতিম বিশ্বাস, বইটিতে বিভিন্ন গল্পের সাথে বেশ কিছু আকর্ষক ও সুন্দর অলংকরণ করেছেন কার্টুন শিল্পী অভি, নিখিল দাস, অরূপ চৌধুরী ও মলয় মুখার্জী। বইটি উৎসর্গ করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদ দৈনিক পত্রিকার অন্যতম প্রাণপুরুষ শ্রী সব্যসাচী তালুকদার ও বিশিষ্ট কার্টুন শিল্পী অভিকে।
ভ্রমন যে শুধু উড়োজাহাজ করে দুবাই বা ট্রেনে করে মুম্বাই নয়, একটা শহর গ্রাম মফস্বলের অলিগলিতে বা অনামী জায়গাতেও সম্ভব, এবং তাই মনটাকে সবুজ রাখার অক্সিজেন আহরনের প্রয়োজনীয়তা ও মুক্তমন বাঁচিয়ে রাখতে পড়ে দেখতেই পারেন এই বইটি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴