মায়ারোদ ভেঙে ভেঙে/রবীন বসু
মায়ারোদ ভেঙে ভেঙে
রবীন বসু
মাঠের নাড়ায় যেন উঠেছিল ঢেউ
কার পদচিহ্ন কোথা পড়েছিল যেন
অতীত আলাপ ছিল, অন্যতর কেউ
এখানে গভীর ঋণ ফেলে রাখে কেন?
তাকেও বিভ্রম ভাবি, তবু সেই মুখ
জন্মান্ধ হয়েছি বলে আমাকে কাঁদায়।
তোমাকে দেখার ইচ্ছা বাহ্য অভিমুখ
মূলত গোপন থাকে কত ভাবনায়।
সময় তির্যক হেঁটে ক্ষতদাগ রাখে
পথের ভ্রমণ শেষে অক্লান্ত পথিক
দু'চোখ ভরিয়ে নিয়ে দ্যাখে যেন কাকে
হৃদয় চাইছে কিছু প্রত্যাশা অধিক।
মায়ারোদ ভেঙে ভেঙে নাড়ার বিন্যাস
অলৌকিক চরাচরে মুখের নিবাস !
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴