মানুষের আদালত/পার্থ বন্দ্যোপাধ্যায়
মানুষের আদালত
পার্থ বন্দ্যোপাধ্যায়
কালসিটে পড়া জীবনের মলাটে
সভ্যতা আঁচড় কেটে যায়
সত্যের শব যাত্রা ভিতরে বাইরে
কারা যেন চিতার আগুনে হাত তাপিয়ে নেয়।
গোলকধাঁধার পথে তবুও শুনি
দূর থেকে ভেসে আসে সাম্যের গান
আত্মীয় অঞ্চলে সেই আঁচল ওড়ানো সব দিনে।
লোক দেখানো ধর্মের ইতিহাস হয় নাড়াঘাঁটা
মিছিলে হেঁটেছে ওরা প্রাণ হাতে নিয়ে
আপনিই শুকিয়েছে সবটুকু চোখের সে জল
পাথর বেঁধেছে বুকে ধর্মের চোরাগলি পথে
বোবা প্রতিবাদ কেউই শোনে নি কখনো
এ শুধু ফল্গুধারার মতো নিশব্দ রক্তক্ষরণ
একা রাত জেগে যাই কালো অক্ষরের সাথে
গোপন জবানবন্দি রেখে যাব বলে
মানুষের আদালতে
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴