মাধবীলতার চিঠি/মীনাক্ষী ঘোষ
মাধবীলতার চিঠি
মীনাক্ষী ঘোষ
প্রিয়
অনিমেষ
চৈত্র অবসানে তোমায় জানাই ভালোবাসা। জীবনের পথ অনেকটা পেরিয়ে এসেও নতুন বছরে নতুন করেই পুরনো কথা ভাবতে চাই। জানো তো একসময় তোমার চিঠির অপেক্ষায় থাকতাম -
"প্রিয় মাধবীলতা* ..তোমার চোখের দিকে তাকিয়ে বলতে চাই এই পৃথিবীর সবচেয়ে বড় সত্যি তুমি"...
নাহ, এমন চিঠি আজ আর আসে না। এখন মোবাইলে চোখ রেখে খুঁজি তোমায়।
নতুন করে পাবো তোমায় এই আশাতেই পথ চলা। সব নতুনকে মেনে নিতে নিতে একসময় সেটা অভ্যেস হয়ে যায়। যা কিছু নতুন তাতেই তো ভালো থাকার পাসওয়ার্ড খুঁজে নেওয়াটাই জীবন বুঝতে পারি এখন।
তবু চিঠি লিখছি তোমায়, তোমার আমার চোখে চশমা, চুলে পাক ধরেছে দুজনেরই তবু চোখে চোখ রেখে কি আমরা নতুন কিছু বলতে চাই? তোমার স্পর্শ আমার ক্লান্ত শরীর মনকে নতুন করে পথ চলতে সাহায্য করে।
জানি না তুমি কোথায় তবুও বিশ্বাস করি তুমি একদিন আসবেই আমার সামনে। হাতটা ধরে বলবে আমি আছি সোজা হয়ে দাঁড়াও, সামনে তাকাও তোমার অনেক দায়িত্ব...
ভালো লাগা ও ভালোবাসার অর্থ আজও বুঝি না ।
শুধু বুঝি ভালোবাসলে কান্না পায়। এখন আর কান্না পায় না তাহলে কি আমার ভেতরের ভালোবাসা হারিয়ে গেছে।
জানিনা আর জানতেও চাই না।
ভালো থেকো। নতুন বছর নতুন ভাবে আসবে কিনা বুঝি না কিন্তু বুঝি পৃথিবীর নিয়মেই চলবে পৃথিবী চলবে।
চলো আজ আর না.. এই চিঠি কি পৌঁছবে তোমার কাছে?
সব উত্তর ছড়ানো হাওয়ায় ।
তোমার মাধবীলতা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴