মাতৃরূপেণ/মনীষিতা নন্দী
মাতৃরূপেণ
মনীষিতা নন্দী
আঁচলখানি দাও পেতে বুক ভ'রে,
কোলের 'পরে বিছিয়ে নরম ঘ্রাণ,
স্পর্শসুখে শুধুই মিঠে রোদ
হাসির সুরে পাখির কলতান।
চিবুক-বুকে রঙিন আবেশ মেখে
ঢেউ খেলে যায় টুকরো ছেলেবেলা,
জীবন-গাথায় কালের ভাটিয়ালী
বেড়ায় বয়ে কাঠ-গোলাপের মালা।
আর কিছু পর সন্ধ্যা নেমে এলে
নদীর পাতায় মিলবে সোনার রঙ,
বিষের সে নীল লুকিয়ে র'বে জানি
জন্মকথার লালচে লাজুক ঢঙ।
সেই রাঙাতেই ভরিয়ে আশৈশব,
আঁকড়ে থাকে মেঠো বাঁশির সুর,
কর্মপথিক - কাব্য-গানের মেলায়
পূর্ণ হৃদয়, সুখের সমুদ্দুর।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴