মাতৃভাষা/শুক্লা রায়
মাতৃভাষা
শুক্লা রায়
বুকের ভেতর ডুব কথাদের ভিড়
নিজেকে আর কোথায় রাখি!
মনখারাপের নৌকো কখন ভেসে যায়
কখন উজিয়ে আসে বুকের ভেতর
গোপন চোরাস্রোতে, সেসব আর কে জানে!
নিজের সঙ্গেই নিজের কথোপকথন
গড়ে ওঠে গভীর সখ্যতা-নিজের সঙ্গেই।
নীরব উচ্চারণে ভেসে যায় কথাদের স্রোত
একাকীত্বের খোলসে বর্ণময় এক গভীর জীবনবোধ।
এই তো আমার আশ্রয় -আমার মাতৃভাষা।
তোমাতেই অনূদিত হই, নিজেকে উচ্চারণ করি,
বিবৃত হই নিজের কাছে, তুমি আছ বলেই -
আমার মাতৃভাষা -আমার অনন্য বর্ণমালা।
সমস্ত পথ বন্ধ হয়ে গেলে তুমিই আছ
একমাত্র তুমিই -বুকের ভেতর এক
প্রশস্ত দরজা খুলে দেবার জন্য।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴