মা/অর্পিতা মুখার্জী চক্রবর্তী
মা
অর্পিতা মুখার্জী চক্রবর্তী
স্নেহের হাসি উজাড় করা
দুঃখের ঘরেও সুখের ঠাঁই,
মুখ দেখে ঠিক মন পড়ে নেয়
এমন স্বজন কোথায় পাই!
হার মানা নেই কঠোর শ্রমে
সহজ সরল এক যাপন,
অহংকারের পর্দা বিহীন
সেরার সেরা আপনজন।
ছোট্ট বেলার দুষ্টুমিতে
নাম জানা এক সে প্রশ্রয়,
'না পারা'- দের উতরে দেওয়ার
অবাক করা সে আশ্রয়।
শেষ তলানি নিজের বেলায়
দিন ফুরোনোর শেষপাতে
সবার খেয়াল চোখ বরাবর
আদর যত্ন সব খাতে।
'ভালো আছি' মুখের বুলি
চাহিদা নেই একরতি,
কাঁধ পেতে সব দায়িত্ব পালন
পড়ুক ঝুঁকে নেই ক্ষতি।
অগাধ আলোর ঠিকানা সে
পবিত্র এক মধুর সুর,
অলীক কোনো গল্পগাঁথা
স্ফূর্তি, মায়ার স্বপ্নপুর।
হাত বাড়িয়ে আগলে নেওয়ায়
নেই ভেদাভেদ আপন পর,
তুচ্ছ নিজের সব চাহিদা
অল্প পেয়েই খুশির ঘর।
নেই আফসোস, ক্লান্তিবিহীন
বাইরে ঘরে সব কাজে
শিক্ষাদানের মহান ব্রত
শ্রদ্ধাসম হৃদমাঝে।
শুদ্ধ হই দেখে তাঁকে
এই জীবনে বারংবার,
তাঁর দ্যুতিতেই পথ চিনে নিই
তাঁর নীতিতেই জীবন পার।
হারিয়ে কোথায় যাবে তুমি?
লুকিয়ে কোথায় তোমার বাস?
ছবি তোমার বুকের মাঝে
জাগাও আমায় বারোমাস।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴