মরুদ্যান/চিত্রা পাল
মরুদ্যান
চিত্রা পাল
শুধু বালি আর আগুনে হাঁটছে ছেলেটা
আভূমি নত হয় যদি একটা নদী নয়,
ঝোরা দেখতে পায়, সেখানেও বালি।
জানলার ওপরে মাকড়সার জাল বোনা
মেয়েটাকে উৎসাহ দ্যায়,
তাহলে খড়কুটো
গল্প বলতে পারে।
না, হাওয়ায় ছেঁড়া সুতো ওড়ে।
বিশ্বাসহীন বাতাস বয়ে যায়,
প্রতিশ্রুতির পাথর ভেঙে যায়
মরীচিকার ছবি কাঁপে
আজ আর কেউ বলে না
মরুদ্যান কোথায় থাকে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴