মরা গর্ভ ও গান্ধারী/ধীরাজ কুমার রায়
মরা গর্ভ ও গান্ধারী
ধীরাজ কুমার রায়
মুখে-ভাতের ছবিগুলো খসে গেছে বুক থেকে
আদর ভাঙার শব্দ কেবল গান্ধারী জানে,
জানে আদর ভাঙতে ভাঙতে কিভাবে
চন্দ্রবিন্দু বয়ে নিয়ে যায় কোনো মা
বাবার বুকপকেট কিভাবে আদুরে আবদার
হারিয়ে ফেলে |
স্বপ্নদ্বীপ আজ শুধু কোনো হাসপাতালের নাম,
যার শুরুটা বৈদিক চন্দ্রবিন্দু দিয়ে
শেষটা শেষ না হওয়া ঠিক-ভুলের চক্রব্যুহ
কিছু মরা অক্ষর, কিছু -
বাসি গাদা ফুলের মালা।
আজও ফি-বছর
নরম স্পর্শ ভাঙার শব্দ কেবল গান্ধারী শোনে
স্পর্শ মরে গেলে ভালোবাসা বান ডাকে
মরা মহাভারত আর
ফুলের মরা গর্ভ নিয়ে মঞ্চে উঠে
গর্ভের রক্ত বন্যায় ভাসে ভিড়ে ঠাসা গান্ধারী।
স্বপ্নদ্বীপ কেবল একটা 'ভুল' সংগ্রহের নাম
যার শুরুটা সনাতনী বৈদিক চন্দ্রবিন্দু দিয়ে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴