মনের ভাষা, মাতৃভাষা বাংলা/বেলা দে
মনের ভাষা, মাতৃভাষা বাংলা
বেলা দে
মাতৃভাষা, মনের ভাষা বাংলা
আমার খোলা জানালা,
হৃদপিন্ডের প্রকোষ্ঠে যে শ্বাসটুকু
সে অক্সিজেনও তুমি,
বাংলা মানে বাউলিয়া গান
আমার তৃষিত উচ্চারণ
ব্যবহারিক জীবনধারণ।
ধুসর গোধূলীর অবসন্নতায়
ক্লান্ত কবি পৃথিবীর অনবদ্য রূপ আঁকেন
দুই বাংলা প্রকৃতির তন্ময়তায়।
একান্ত আপন গাছ, পাখি
শব্দহীন জ্যোৎস্নায়,
সরস ভাষার খোঁজে একাকী
হেঁটেছেন পথে --
হিমেল কুয়াশা রাতে।
অন্ধকার কখনো ডুবিয়ে দিয়েছে তাকে
পেয়েছেন কাল্পনিক প্রেমিকার অবয়বে
নাটোরের বনলতা সেনকে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴