মণিদীপা নন্দী বিশ্বাস-এর আলোচনায় কবি রানা সরকার-এর কাব্যগ্রন্থ 'সবান্ধব স্বদেশে আছি'
মণিদীপা নন্দী বিশ্বাস-এর আলোচনায় কবি রানা সরকার-এর কাব্যগ্রন্থ 'সবান্ধব স্বদেশে আছি'
---------------------------------------------
সদ্য প্রকাশিত আন্তর্জাতিক কলকাতা বইমেলা,২০২৫ এ প্রকাশ 'সবান্ধব স্বদেশে আছি' কাব্যগ্রন্থটি। বইটির প্রচ্ছদ এক অসাধারণ কথার মধ্য দিয়ে পাঠককে প্রবেশ করিয়ে দেয় কবিতার বাগানে।প্রচ্ছদ শিল্পী দেবাশিস সাহাকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা। দুই বাংলার একাত্মতা দেখে বড় হওয়া আমরা মানসিক ভাবে যখন বিপর্যস্ত, কেবল দেশভাগের যন্ত্রণার কথা জেনেছি, ইতিহাস পড়েছি, মিশে গেছে অদ্ভুত আত্মীয়তা। প্রকৃতির সাবলীল উপস্থিতি নিয়ে প্রায় ৩১ টি কবিতার প্রতিটিতেই স্বদেশ বাসভূমি, মধুমাস, দেখা চেনা শহরের উপস্থিতি উঠে এসেছে কবির একান্ত নিজস্ব সাক্ষর কবিতার পংক্তির পরতে পরতে ছড়িয়ে আছে, চিনিয়ে দিয়েছেন কবিকে বার বার।
ভূমি দাগ, এই স্বদেশ, এই মধুমাস, প্রবাসী হাওয়ার দোলায়, স্মৃতি সোহাগের বর্ণমালা কিংবা ভগ্ন স্বদেশ এগুলিতে যেন সাম্প্রতিক এক বিচ্ছেদ বিভেদ উঠে আসে যন্ত্রণা নিয়ে বার বার।
'চেনা মানচিত্রের এক একটি টুকরো কাগজ উড়ে যাচ্ছে দূরে.../সীমান্ত গভীরে অচেনা পথের বাঁক,পুরনো সাঁকো,গোধূলিতে ঢেকেছে আঁধার...(ভূমি দাগ)
ভূমি যুদ্ধে শানিত কবি বার বার দেখেছেন স্বজনের মুখ।রেখাচিত্রে মুক্ত ভুবনের ছবি,ছিন্নমূল মানুষের খুঁজে নেওয়া ঠিকানার কথা। কবি জেগে আছেন নৈ:শব্দের আঁধারে বিবাগি হাওয়ায়। এভাবেই দ্বিতীয় কবিতায় এসেছে, 'এ নদীতে অবগাহন করেছি আমি,আমি আজ তীর ঘেঁষা পাকুড়ের ছায়ায়-/জীবন বেলায় নই আমি গৃহহীন,...(এই স্বদেশ,এই মধুমাস)
'প্রবাসী হাওয়ার দোলায়' কবি লেখেন ঋতুলাবণ্যের কথা।অনুভব করেন তিনি 'ছিন্নমূল মানুষের সঠিক কোনো ঠিকানা থাকে না-/আপৎকালীন বিধি জড়িয়ে থাকে জীবনভর।'...
ঋতু লাবণ্যের দিনে প্রানের ঢেউ ছুঁয়েছে এসে শ্যামল ভুবনে-/মরুদেশে রাত বাড়ে,জেগে থাকে স্মৃতি মননে স্বপ্নে।...'
পর পর বেশ কিছু কবিতায় প্রকৃতি আর চেনা মানুষের মুখ উঠে এসেছে আদিগন্ত নদীর বুক জুড়ে। 'স্মৃতি সোহাগের বর্ণমালা', 'চেনা বকুলের গন্ধে' এইরকম ভাবেই দেখা শহর নগর উঠে আসে।অমিয় ভূষণের "গড় শ্রীখন্ড" তখন কবির মনের অন্তিম গহনে।
কবিতা 'ডগ্ন স্বদেশে' লিখছেন, 'নদী বহুল পথ মেপে ফিরেছি এতকাল, ভগ্ন স্বদেশ দেখায় চেনা পরপার'।নামীয় কবিতা, 'সবান্ধব স্বদেশে আছি' তে সীমারেখার দিকে চোখ রেখে কবি পেরিয়ে এসেছেন এক একটি উতলা দিন, মৃত্যুর প্রহর দেখেছেন, কালো ধোঁয়ার আকাশ অজানা রহস্যের সন্ধান দেয়। বলছেন, "সবান্ধব স্বদেশেই আছি, স্মৃতি নিবাসের দেয়াল গড়ে নিই সৃজনে মননে।"
'কিং সাহেবের ঘাট’ বা 'জল শহরের লুকনো কথা' কবিতায় চেনা ছবির অনুরণন। এভাবেই কবিতাগুলির দীর্ঘ চরণ বা পংক্তি গুলি বিক্ষিপ্ত বিস্মৃত বিপর্যয়ের সমাজকে কখন যেন দু হাতে তুলে ধরে প্রশান্তি দেয় আর কবিতার রসে জারিত হয়ে'সহৃদয় হৃদয় সংবেদী' হয়ে ওঠে। কোন কোন পংক্তি উচ্চারণে বরাবরের মত কবি রানা সরকার আমাদের বোধের কবি অনুভবের কবি জীবনানন্দের মায়া জীবনের কথা মনে পড়িয়ে দেন। এ কাব্যগ্রন্থ এক বিশেষ সময়ের নিরিখে আধুনিক পরিচর্যায় অসংখ্যের অন্ধকারে এক আলোর ইশারা।স্বদেশের প্রতি তীব্র আনুগত্যে এ কাব্যের উচ্চারণ অবশ্যই ছুঁয়ে দেবে পাঠক হৃদয়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴