ভিজেছিল দুই কূল/রণজিৎ কুমার মিত্র
ভিজেছিল দুই কূল
রণজিৎ কুমার মিত্র
------------------------
শ্রাবণের রাত্রির বৃষ্টির ধারাপাত,
কবেকার বৃষ্টি ভেজা সেই সব দিন রাত।
আকাশের গহ্বরে বিজুরি রেখা ধরে-
কে কাকে খুঁজে ফেরে, বাড়িয়ে নির্জন দুটি হাত।
কবেকার ভিজে হাওয়া-
স্মৃতির তরণী বওয়া,
অতিক্রান্ত দিনরাত, নিদ্রাহীন আঁখিপাত।
শ্রাবণের সেই প্রাতে ঝরে গেল আকুল- বকুল,
বাদল ঝরিয়ে দিল প্রথম কদম ফুল।
কবেকার স্মৃতিসৌধ, ধূসরের অলিগলি
ধুয়ে এলো নটমল্লার,
শ্রাবণী কি জানে বাদলের হাহাকার!
সেই রাতে প্রথম কদম সাথে, ঝরে ছিল ভুল
সারারাত বৃষ্টিতে ভিজেছিল দুই কূল।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴