ভালোবাসতে জানতে হয়/ভাস্বতী রায়
ভালোবাসতে জানতে হয়
ভাস্বতী রায়
তুমি বলেছিলে -
আমার ভরসার আঙুল হবে!
অথচ আকাশের বিশালতার মাঝে
তোমার ভরসা আজ দোদুল্যমান ;
তোমার ভরসা পৃথিবী থেকে
হাজার হাজার আলোকবর্ষ দূরে
তোমার ভরসা ধূমকেতুর মতো
খসে পড়া একটি স্মৃতির নাম মাত্র ।
কোন এক সোনালী দিনে বাতাসকে সাক্ষী রেখে
বলেছিলে "এই হাত ছেড়ো না কখনো।"
সেই থেকে নির্মাণের এই হাত
আপোস করেনি কখনো
তবে কেন বড্ড বেশি অচেনা লাগে !
আসলে আমরা যা চাই তা কি পাই !
নাকি ব্যস্ততার অজুহাতে ফিকে হয় সব
ভালোবাসতে হলে সহজ হতে শিখতে হয়!
ভালোবাসা কি যোগ বিয়োগ গুণ ভাগ
এসব অঙ্কের কঠিন নিয়ম মেনে হয়!
ভালোবাসায় শুধু ভালোবাসতে জানতে হয়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴