ভালোথাকা/মাল্যবান মিত্র
ভালোথাকা
মাল্যবান মিত্র
ভালো আর খারাপ থাকার মাঝে একটা রাস্তা থাকে, থাকে কিছুটা সময়, ভাগ্যের বিবর্তন, সাম্যের অতিবাহু সমেত নিক্তিতে মাপা যাপনকাল।
যখন হেমন্তের পর্ণমোচন পোস্টকার্ডে বিলি হয়, ঋতুমতী তিস্তা হন বিলীন, নীলকন্ঠ লতা বেড়ে ওঠে ঝুল-বারান্দার এক কোণে, বিসর্জনের পর শুরু হওয়া আগমনীর অপেক্ষায়।
দানবাকৃতি সর্পিল উড়ালপুলের চলমান জীবনে যখন মেশে ছাতিমের গন্ধ, অবরুদ্ধ পথেতে দেখা দেয় দ্রোহের আগুন, সাম্যের রডোড্রেনড্রন ফুটে ওঠে রাস্তার দুধারে, তখন সত্যি হয় আয়নায় দেখা স্বাধীন জীবন।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴