সহজ উঠোন

রেজিস্টার / লগইন করুন।

সব কিছু পড়তে, দেখতে অথবা শুনতে লগইন করুন।

Sahaj Uthon
28-January,2024 - Sunday ✍️ By- উমা দাস সরকার 279

ভালো মানুষ/উমা দাস সরকার

ভালো মানুষ
উমা দাস সরকার

      সন্ধ্যায় সিঙ্গাড়া খাওয়া হয়েছে বলে রাতে কেউ খুব বেশি খাবে না। তাছাড়া আজ রান্নার বিশেষ কিছু নেই, আর আমার তেমন রান্না করবার ইচ্ছেও নেই দেখে রাতে শুধু আলু সেদ্ধ ভাত করব বলে  রান্নাঘরে গিয়ে ভাতের জল বসিয়েছি।
সিঙ্গাড়া খেতে হয়তো আমরা সবাই কমবেশি ভালোবাসি। আমার মেয়ের এটা খুব প্রিয়৷ একসাথে দুটো চাই, আরও তার সাথে বোনের প্লেট থেকে উপরি পাওনা সিঙ্গাড়ার ভেতরের আলু। জীবনে সবাই হয়তো এটা একবার বলে থাকে যে অমুকের দোকানের সিঙ্গাড়া ভালো, মোড়ের মাথায় ভালো সিঙ্গাড়া পাওয়া যায়, ছোট বড় অনেক ভালোমন্দ আছে এই খাদ্যটির। তবে আমার লেখার বিষয়বস্তু ঠিক এই খাদ্য দ্রব্যটি নয়। আমি আলু-সেদ্ধ ভাত করব এটা বিষয়। 
আজকেই বাজার থেকে আনা আলুগুলো নিয়েছি, চালের সাথে আলু ধুয়ে একসাথে দিয়ে দেব। কি কান্ড... প্রত্যেকটা আলুই কাটতে গিয়ে দেখছি ভেতরে কোনওটা পচা, কোনওটা সবুজ, আবার একটা দুটো পোকাও আমার দিকে তাকিয়ে দেখছে( মনে মনে বললাম - তোমাকে রান্না করব না ভয় নেই!) সবগুলোই খারাপ, কোনোটাই খাবার মতো অবস্থায় নেই! তাহলে শুধু ভাত তো আর খাওয়া যাবে না।অগত্যা অন্য বিকল্প খুঁজতে শুরু করি! আমার চিন্তা ভাবনা ভেস্তে যাওয়ায় একটু বিরক্তি নিয়েই বললাম, পৃথিবীতে কি ভালোমানুষ নেই?  সব পচা আলুগুলো দোকানদারকে আমাকেই দিতে হল!
             দিন কয়েক বাদেই মেয়ে এসে বলল - এই যে দশ টাকা। দাদাই আমাকে আর বুনুকে দশ টাকা করে দিয়েছে পকেটমানি। আচ্ছা মা এই দশ টাকা দিয়ে কি কি পাওয়া যাবে? আমি বললাম চকলেট, কুরকুরে, চিপ্স, এসব হবে। মেয়ে জিজ্ঞেস করল সিঙ্গাড়া পাওয়া যাবে না? আমি একটু ভেবে বললাম, দশ টাকায় একটা সিঙ্গাড়া পাওয়াই যাবে। মেয়ে আমার খুব খুশি হয়ে বলল - তাহলে তুমি যে সেদিন বললে পৃথিবীতে ভালোমানুষ  নেই! দশ টাকায় একটা সিঙ্গাড়া দিলে সেই দোকানদার তো ভালোমানুষই হবে মা। তাহলে আমাকে তুমি আরও দশ টাকা দাও আমি দুটো সিঙ্গাড়াই খাবো। তুমি জানো না মা, ভেবে দ্যাখো পৃথিবীতে ভালোমানুষ এখনো আছে।
               আমি মনে মনে ভাবলাম সত্যি তো ভালোমানুষ আছে নইলে এই সংসারে সবাই কি করে বাঁচে! মনটা হঠাৎ করেই ভীষণ ভালো হয়ে গেল।                                  

আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴
software development company in siliguri,best
                          software development company in siliguri,no 1 software
                          development company in siliguri,website designing company
                          in Siliguri, website designing in Siliguri, website design
                          in Siliguri website design company in Siliguri, web
                          development company in Siliguri