ভালো-মন্দ/দেবর্ষি সরকার
ভালো-মন্দ
দেবর্ষি সরকার
১
সেল সেল সেল
রিবেট সেলে কিনে আনা বৌদির শাড়ি দাদার বারমুন্ডা যদি ফিকে হয়ে যায় তাহলে সেলের দামে এক প্যাকেট ন্যাপথলিন নিয়ে এসো।
২
মানুষ মানুষ মানুষ
মান হুশরূপী যে কৃত্রিম প্রাণীগুলো আরেক কৃত্রিম প্রাণীদের বোনলেস চিকেনের বোন হিসেবে ঝুলে থাকে তাদের সহজে অঙ্গুলিহেলন করা যায়।
৩
লজ্জা লজ্জা লজ্জা
লাজ লজ্জার ঘোমটা এটে রাস্তাঘাটে চলাফেরা করা মামনিগুলোর চুলের খোপায় যদি এলাচ দানা বাঁধতে পারো তাহলে তোমার কবিসত্তা সার্থক।
৪
সঙ্গম সঙ্গম সঙ্গম
সহবাসের ফাঁকে একাকিত্বের নেশা কাটাতে কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে চুনের পুতুল উপহার হিসেবে দেয় তাহলে তোমার কবিসত্তা হাসির ফোয়ারায় গোসলে ব্যস্ত।
৫
মশা মশা মশা
ক্ষমতার উল্টো ভাগের ধারায় প্রত্যেক বাড়ির কর্দমাক্ত মাটিতে মিশে থাকা মশার ঔষধের কোম্পানিতে চাকরি পেলেও তোমার জীবন ধন্য।
৬
রাম রাম রাম
প্রত্যেক রাতে তিন দিনের পুরনো চিকেন লেগ পিস দিয়ে যদি মদ গিলতে বসো তাহলে শরতের শিউলি তোমাকে দেখে অনায়াসেই ভিরমি খেয়ে পড়বে।
৭
প্রেম প্রেম প্রেম
সকাল থেকে সন্ধ্যে প্রেমিকার কবিতায় আত্মনির্ভরশীল প্রেমিকের গুম্ফ ভর্তি গাল যদি প্রকৃত প্রেম হয়ে থাকে তাহলে মানুষ অন্নের অভাবে আত্মত্যাগ করত না।
৮
আসি আসি করেও যে সন্তানসম্ভবা মেয়েটি এখনো এসে পৌঁছয়নি তাকে ধরে নিয়ে আসার দায়িত্ব যুগ নায়কদের উপর ন্যস্ত হলে শরতের শিউলি, বসন্তের পলাশ রূপে জন্ম নেবে !
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴