ভালো থাকার সহজ উঠোন/শুক্লা রায়
ভালো থাকার সহজ উঠোন
শুক্লা রায়
রাংতায় মোড়ানো মহার্ঘ উপহারের মতো
কোনো কোনো দিন হঠাৎ উজ্জ্বল হয়ে ফুটে ওঠে
উঠানে ছড়ানো শিউলি কিংবা
নভেম্বরেই ফুটে থাকা রঙ বেরঙের গাঁদা
যেন কোনো হাস্যোজ্বল জীবনধর্মী উপন্যাসের গল্প বলে।
কখনো কখনো একটি আটপৌরে দিন
হঠাৎ জেগে ওঠে
কোলাহল মুখর হয়
মেঘমন্দ্র স্বরে বেজে ওঠে দিনের প্রহর।
ইতি উতি টেবিল পেতে বসে থাকা লটারির দোকান অথবা
গোপনে মদ ছাড়ানোর ছেঁড়া খোঁড়া বিজ্ঞাপন পেরিয়ে
পা রাখি, ভালোথাকার সাদামাটা সহজ উঠোনে।
পুরনো দিনের মতো কিছু সম্পর্ক
কিছুতেই পুরনো হয় না।
রঙবেরঙের ফুল হয়ে ফুটে থাকে
পরস্পরের মাঝখানে।
ভালো থাকার পরম্পরা বয়ে আনে
বসন্তের হাওয়ার মতো, হঠাৎ কখনো।
ভালো থাকাও তো আসলে জানতে হয়,
এভাবে - পরস্পরের হাত ধরে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴