ভালো আছি মাটির কাছে/ঝিলিক চন্দ
ভালো আছি মাটির কাছে
ঝিলিক চন্দ
কত কথা এলোমেলো। শীতকাঁটা দেয় দুপুরে বহুদিন পর দেখা, কেমন আছ তুমি।
এইভাবে চলে যায় , তুমি ভালো আছ কি? সেদিন জেনেশুনে, আমাকে না বেঁধে বুকের কাছে , শূন্যস্থানটুকু পূর্ণ না করে তুমি চলে গেছ।
সে কি জানিত না সুখ নিয়ে কতদিন চুলেতে পাক, চামড়ায় খানিকটা ঝুলে পড়েছে, আবার জটপাকানো মুচকি-দাড়ির হাসি মুখে কথা জমা হয় এভাবেই।
ত্রিশ বছরের পর এলে তুমি , তোমায় নিয়ে কত যে স্বপ্ন দেখি, ভেঙে যায়, আবার ভাঙা-গড়াতেই সামান্য লিখি প্রেমের কবিতা ।
অন্তত কুড়ি বছরের ছোট হবে তুমি, কিন্তু তুমি মেঘ করে এলে, দূর থেকে দেখে মনে হয় জ্বরের ঘোরে বছর বছর চোখ ভিজে জ্বলে।
শান্ত হও, মানুষ বোঝে না আলোকিত মুখে গুরুত্ব দিয়ে ক্ষতি। 'বোকা' বলে মৃত্যুকে ডেকে এনে ঘুমের গভীরতায় মিশে গিয়েছিলাম ।
কতদিন পার হওয়ার পর বুঝেছি , ভাষা পাল্টাল সিংহের মতো ।
মাথা নত করি , ইশ্বরের কাছে, প্রেম জাগে মনের মাঝে বৃক্ষজননী কাছে, কী আশ্চর্য শেষমেশ মুগ্ধ হয়ে দেখি মাটিই হল ঠিকানা ।
দূরে রেখেছি যাকে নীরবতা সাজানো মন্ত্রে তুমিই সব আমার নিঃশ্বাসে, একাকিত্বে হেসে বলি ভালো আছি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴