ভালো আছি/ভাস্বতী রায়
ভালো আছি
ভাস্বতী রায়
খারাপগুলোকে পাশবালিশ করে বেশ ভালো আছি
ভালো আছি হেমন্তের এক চিলতে রোদ্দুরে
ভালো আছি শিউলি ফুলের সুবাসে
ভালো আছি রং বেরঙের স্বপ্নঘেরা ক্যানভাসে।
ভালো আছি নকশিকাঁথার বুননে
কিংবা অতীত স্মৃতি রোমন্থনে
ভালো আছি তোমার আমার রূপকথাতে
ভালো আছি কবিতার অলিন্দে অন্দরে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴