ভালো আছি/চিত্রা পাল
ভালো আছি
চিত্রা পাল
ভালো আছি কথাটা বলা খুব একটা কঠিন কাজ নয়, বরং একেবারেই সহজসরল, তাই এতকাল মনে হোতো। কেননা আমার জীবন বয়ে চলেছিলো সে ভাবেই। কিন্তু আমার চারপাশের পরিবর্তন,আমার নিজের শারীরিক অবস্থা সব মিলিয়ে আমাকে যেন জিজ্ঞাসা করে,আমি কি ভালো আছি?তখন আমার মনে হয়, আমি হয়তো বা ভালো আছি। হয়তো বা কেন বলছি,আমি মনে করি, নিজের বা নিজের বৃত্তের মধ্যে সব নিয়ে আমি যেন ভালো থাকি, এটি বোধ হয়,এখনকার জীবনে সবচেয়ে কঠিন কাজ। কেননা আমি সব সময় নিজের মতো করে ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন সব নির্দেশিত জীবনযাপনে থাকে না অহেতুক রঙের অনুপ্রবেশ।
এই হেমন্তের গোধুলি বেলায় যখন পেছনের পানে চাই, দেখি অজস্র রংবাহারি বিন্যাস প্রতি পাতার অলংকরণে। সেখানে উচ্চাবচ আছে, আছে আলোছায়ার কথামালা। এই সময়ে মন কেমন এক আকুলতায় ভরে ওঠে যার ঠিক্ঠাক তেমন ব্যাখ্যা দেওয়া যায় না। হয়তো সময় খানিকটা ভিজিয়ে নরম করে দেয়,সেই নরম ভাব হয়তো আমাদের ভেতরকেও ছুঁয়ে যায়, চুঁইয়ে পড়া জলের মতন।এমনিতে কেমন যেন এক অন্ধকার চলছে এখন, মেঘলা দিনের মত,আলো কম থাকা দিনের মতো মরা মরা। রোদ ভরা দিন যেন গত জন্মের কথা। কত ছোট ছোট ইচ্ছেরা ছিল, আয়নার এক কোণে লুকিয়ে রেখে দেওয়া টিপের মতো, কিন্তু ধূপের কিনারের ছাই এর মতো কখন যেন খসে গেছে সব। স্মৃতি বিনোদনে যখন মিলিত হই, তখন মনে হয় সময়ের নিগড়ে বাঁধা তো আমি নই,বরং ধ্বসে পড়া এক দেশের দিকে নিরুপায় তাকিয়ে রয়েছি।তবু এই কেনাবেচার দূষিত সময়েও জীবন ছলকে ওঠে। অঝোর ঝর্ণার মতো স্বপ্নরা আসে, বয়ে যায়,শীর্ণ ধারায়।তখন অনেক অসুবিধের মধ্যেও ছলকে ওঠে ভালো আছি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴