ভালো আছি/অমিতাভ গোস্বামী
ভালো আছি
অমিতাভ গোস্বামী
-
ভালো আছি কথাটিতে ছুঁয়ে আছে প্রাণ
মায়াময় অনুষঙ্গ মেঘমুক্ত দিন
মাদুর বিছানো রোদ গল্প বলা রাত
নগর কীর্তন আর ভোরের আজান।
ভালো আছি কথাটিতে আছে উজ্জ্বলতা
নিকানো উঠোন আর টলটলে দিঘি
আম জাম সুপুরির ছায়া ঘেরা পথ
নিবিড় আনন্দময় জীবনের পাতা।
ভালো আছি স্বপ্নময় স্মৃতি মেদুরতা
মায়াবী মাধুরী মেশা আলোকিত আভা
নিমীলিত প্রসন্নতা চিরন্তনী চাঁদ
অপলক চেয়ে থাকা মুগ্ধ নীরবতা।
ভালো আছি ম্লান আজ নেই উচ্ছ্বাস
ভাসানের সুর বাজে জাগ্রত বিষাদ
মধুময় পৃথিবীতে বাঁচবার সাধ
ভালো আছি কথা যেন অলীক উদ্ভাস।
------০০০-----
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴