বড়দিন/গৌতমকুমার ভাদুড়ি
বড়দিন
গৌতমকুমার ভাদুড়ি
মিত্র বেকারির পাঁচিল টপকে মিক্সডফ্রুট কেকের সুগন্ধ
ছড়িয়ে পড়ে বাইরের রাস্তায়, বস্তির আকাশে, বাধাহীন
সেই গন্ধে একটি ময়লাজামা শিশু সকাল হতেই বেকারির গেটে
সে শুনেছে বড়দিন আজ, বড়দিনে কেক খেতে হয়। সে দেখে
সেইসব কেক কত সতর্ক পাহারায় বাইরে বেরোয়
সেন্টমেরি বাচ্চাদের মতো তাদেরও কী শীতভয় খুব ?
সেলোটেপ বাক্স থেকে উঁকি দেবে সাধ্য নেই তাই
রঙিন ফিতের সাজে চলে যাচ্ছে তারা
দূর দূর কাচের বাড়িতে- মেরি ক্রিসমাস ।
কারা খায় এইসব মধুগন্ধ কেক? কাদের জিংগেল বেল
ভেসে আসে কানে, শিশু তার কিছুই কী জানে ?
এসব ভাবতে ভাবতেই বড়দিন শুরু হয়, বড়দিন ফুরোয়
মিত্র বেকারির পাঁচিলের বাইরে সারাদিন ঘুরঘুর করা শিশুটিকে
আমার কেন যেন মেরীর সন্তান বলে মনে হয়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴