ব্যাখ্যান
ব্যাখ্যান
উত্তম চৌধুরী
==========
যে রং মেঘ আকাশে ছড়াল---রামধনু।
যে ছবি তুলি এঁকে রাখল চোখে---হরিয়ালি।
যে গান তুমি তুলে ধরছ ঠোঁটে---লোকগীতি।
যে পথ আমি মাড়িয়ে চলেছি---চোরাবালি।
যে নদী জল মননে মেখেছে---মুনসান।
যে দিন রাত রেখেছে দু-হাতে---বেনজির।
যে বোধ তুমি মেশালে অনুভবে---অবগতি।
যে ঘর আমি ধারণ করেছি---ভাঙানীড়।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴