ব্যস্ত দিনের গল্প /প্রীতিলতা চাকী নন্দী
ব্যস্ত দিনের গল্প
প্রীতিলতা চাকী নন্দী
নদী থেকে রাজপথ সরণী বেয়ে
অহল ধারার নিয়ন্ত্রণ হীন যাপনে
আমার ভাগ্য দেবতার পরিহাস
বনপথে এলোমেলো পাতাঝরা
বন্দী বাতাসের নিবিড় সঞ্চালন
কাল বদলের আক্ষরিক অনুবাদ
পাতায় পাতায় তুলে রাখি
নতুন প্রজন্মের নতুন উচ্চারণ
কোলাহলের পরিপূর্ণতা পায়
সাংকেতিক আবহে ফুটে ওঠে
জীবনের তাল লয় ছন্দ অন্তহীন
মেঘবৃষ্টি ঝড়জল উড়ানের স্বপ্নবুকে
সুখ বিরহের প্রবল আত্মতুষ্টি
প্রচেষ্টার সংকীর্ণ আয়োজনে
ব্যস্ত দিনের গল্প লিখি.....
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴