বৈশাখীকে খোলা চিঠি/কাকলি মুখোপাধ্যায়
বৈশাখীকে খোলা চিঠি
কাকলি মুখোপাধ্যায়
প্রিয় বৈশাখী,
কেমন আছ? তোমার আসার আর মাত্র ক'টা দিন। মন গুনগুনিয়ে উঠছে সেই কালজয়ী সুরে "এসো হে বৈশাখ...... "। ক্যালেন্ডারে, পঞ্জিকায় তোমার আগমনের নির্ঘন্টে কেবলই চোখ বোলানো। আর তোমার আসা মানেই নতুনের সম্ভারে পূর্ণ আপামর বাঙালির মন প্রাণ। আকাশ বাতাস জুড়ে নতুনের ঘ্রাণ। নতুনকে বরণের আয়োজন।নব উদ্দীপনায়,নব চেতনায় হৃদয় পরিপূর্ণ। তুমি ধরার বুকে পদার্পিত হতেই রবিকবির সাথে চির নূতনের আহ্বান।
কিন্তু তুমি মানেই ধরাতলে নতুনের আনন্দ যজ্ঞ। কিন্তু এই নতুনের স্থায়িত্ব ? সে তো আপেক্ষিক। আজ যা নতুন ,কাল তাতে আমরা পুরোনোর তকমা সেঁটে দি। নতুন বলে যা কিছু আমরা জানি, শুনি, দেখি--- তা পুরোনো হতে কতক্ষণ?
জানি বৈশাখী, তোমার রূদ্রপ্রতাপে আমরা তীব্রদহনে অতিষ্ঠ হব, কখনো আবার বৃষ্টিধারায় স্নাত হয়ে নব রসধারায় সঞ্জীবিত হব। এ খেলা যেমন অনন্তের, নতুন পুরোনোর খেলাও তেমনি আমাদের জীবনের সঙ্গে আষ্ঠেপৃষ্ঠে জড়িত।
বৈশাখী, তুমি এলেই আমরা আমাদের প্রাণের ঠাকুর,রবি কবিকে গানে,কবিতায় ,কথায় স্মরণ করি। এ প্রতীক্ষা যে চির নূতনের। বঙ্গবাসীর মনে কী ভীষণ আনন্দের রেশ। ক্ষণিকের জন্য হলেও নতুন কে বরণের অপেক্ষায় আকুলিত হয়ে ওঠা। জানি পুরোনো হয়েও তুমি থাকো নতুনের উত্তরীয় গায়ে জড়িয়ে। তোমার সাথে যে রবিকবির স্মরণের ক্ষণ এসে হাজির হয় নূতনের ডাক দিয়ে। চৈত্রাবসানে তুমি যে নতুনের অধ্যায় নিয়ে আপামর বাঙালিকে নতুনের সাজে সাজাও। নতুনের অঙ্গীকারে এগিয়ে চলার স্বপ্ন দেখাও। তোমার মাঝে নতুন কে পাওয়ার ইচ্ছেতে বারবার জেগে ওঠে পুরোনো সুখদুঃখগুলো। নতুনের পসরা সাজিয়ে এসো বৈশাখী।
......... তোমার এক পরিচিতা
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴