বৈপরীত্য/উত্তম চৌধুরী
বৈপরীত্য
উত্তম চৌধুরী
তুমি স্বপ্নের কোলাজ দিয়ে দিন বুনে গেছো মাঠে মাঠে।
আমাদের রাত কাটে
খাদের কিনারে। অসম্ভব পতনের হাতছানি।
তুমি উড়িয়েছো চোখের কোনায় হলুদ ফুলের খেত।
আমাদের জমি ও জিরেত
কিছু নেই। রোজদিন শ্রমচাষ। রোজদিন ফসল তোলন।
তুমি গেয়েছিলে ভোরবেলা নবান্নের অসামান্য গান।
আমাদের দুঃখের সাম্পান
ভাসে কর্দমাক্ত জলে। নাজেহাল, থৈ থৈ অন্ধকার ঘিরে।
তুমি চেয়েছিলে বিকেলের দৃশ্য যেন মোলায়েম হয়।
আমাদের একহাঁটু বিপর্যয়
দোরগোড়া ধরে থেকে সুর তোলে করুণ কান্নার।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴