বেহিসেবী মায়াজাল/সুনীতা দত্ত
বেহিসেবী মায়াজাল
সুনীতা দত্ত
-------------------------
বসন্তের রঙ ক্রমশ গাঢ় হতে হতে মনের অতলান্তে মিশে গেল। আকাশের সাথে নতুন করে মন খেলায় মাতল-মাতাল করা সিট্রিলিনার গন্ধ তখন শরীরের প্রতিটি রন্ধ্রে অমোঘ বর্ষন ঝরাচ্ছে।
উথাল পাথাল ঝড়ের তান্ডব চোখের নিমেষে হাজার হাজার বৃক্ষরাজির শরীর নিয়ে ধ্বংসলীলায় মেতেছে। কারও কোনও দায় নেই ওদের আগলে রাখার। কেউ আগলে রাখতে গেলেই তার নিঃশ্বাসে সপাটে আঘাত হানছে মেঘের গর্জন, আনমনা বিদ্যুতরাও আকুল -প্রাণের দায় যে বড় জ্বালা! নিত্য দিনের আকুলতায় মনের মাঝে লক্ষ কোটি মহীরুহ তৈরি হয়-আবার তারা কোথায় যেনো মিলিয়েও যায়।হারায় না শুধু রোপণ করা কোন মায়া-সে মনে হোক বা অরণ্যর দুয়ারে। চিরকাল স্বপ্নটা বড় কুচুটে-
মনের মাঝে অরণ্য ভূমি তৈরি করে একাই সব ঘ্রান শরীরে লেপন করে। কালের অমোঘ বাঁধন ঠাট্টা করে হায়রে জীবন এ স্বপ্ন না হলে কত প্রাণ, কত মায়া ছড়িয়ে থাকত আকাশে বাতাসে!
তবুও শেষে অপার সান্ত্বনা যে বীজগুলো পথের দুপাশ জুড়ে অরণ্যে ছড়িয়ে গেছে- তারা মাথা তুলেছে। আমরা কেউ কাউকে চিনিনা তবুও জড়ানো বন্ধনের অসীম সমুদ্রে।
অথচ মনে হয় এখনো কত দেওয়া বাকি রয়ে গেল -শুধু চোখের সামনে ভেসে ওঠে কিছু মায়া মাখানো শব্দ -
"আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে"!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴