বেরঙিন
বেরঙিন
কাকলি ভদ্র
----------------
কোনও একদিন...
আমি তখন মাঠাবুরুর ঠিক মাথায়
ইচ্ছে হল ছবি আঁকি
এক ভোরাই ছবি...
চারপাশ রাঙিয়ে সূর্য উঠল
আলো আলো লাল!
সে আলোয় চোখ রেখে
রঙ, তুলি খুঁজতে গিয়ে দেখি
লাল রঙটা বেমালুম উধাও!
ছবি আঁকা হল না সেদিন...
আরও একদিন...
'পিঁদাড়ে পলাশের বন!'
দুয়ারসিনির দাউ দাউ ফাগুন
কুদলুং, পাতলই , কিংবা শালদার
তিরতির... কুলুকুলু মিঠে আলাপন!
মন বললো ছবি আঁকি
রঙ... তুলি... ইজেল ...
আঁতিপাতি খুঁজতে গিয়ে দেখি
সবুজ হলুদ কমলা কোনও রঙই নেই!
ছবি আঁকা হল না সেদিনও...
ঠিক করলাম
মানুষের মাঝে কুড়িয়ে নেব রঙ
যাপনের ছায়াপথে হাঁটবে আমার তুলি
জীবনের ইজেলে আঁকব ছবি!
সেদিন আমি রাজপথে... বৈঠকখানা রোডে,
দুপাশ দিয়ে শুধুই ব্যস্ত মানুষজন
হাঁটছে , দৌড়চ্ছে কিংবা ছুটছে...
কী আশ্চর্য্য!
এ ছবিই আঁকতে চেয়েছি একদিন!
রঙ-তুলি-ইজেল হাতড়াতে গিয়ে বুঝলাম
ধূসর হয়েছে জীবনের যত রঙ...
আঁকা হল না ছবি আজও !!!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴