বেঁচে আছি/চিত্রা পাল
বেঁচে আছি
চিত্রা পাল
সমস্যাগুলো ঝুলে আছে লম্বা ছাই হয়ে।
সেই ছাইয়ের পেছনে আগুন
আগুনের পেছনে জ্বলবার উপাদান।
একবার টান দিলেই জ্বলে উঠবে আগুন
আর তার সঙ্গে জড়ো হবে
আরও খানিক ছাই।
এমন সমস্যার ফাঁদ পাতা ভুবনে
আবার উচ্চারিত হয় সেই দুরছাই
তার সঙ্গে অমোঘভাবে
প্রস্থান করার বাসনা নদী তীর থেকে।
তবু আবার সেই নদী থেকে জল তুলি
আঁজলা ভরে ভরে খাই, মাখি,
মাথায়ও দিই খানিক, যত দিন আছি।।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴