বে-লাগাম/অনিন্দ্য সেনগুপ্ত
বে-লাগাম
অনিন্দ্য সেনগুপ্ত
ধর্ষণ, র্যাগিং, গণহত্যা, খাপ-পঞ্চায়েত,
হনার কিলিং, গণপিটুনি, ভ্রূণ হত্যা...
সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যম,
মিডিয়া সেল, নারদ নারদ...
'ওয়াক থু:,থু:'। একদলা থুথু। বিশু পাগল।
মুহুর্মুহু উদগিরণ। দু-অক্ষর, চার-অক্ষর...
শান্ত হ' বিশু, শান্ত হ'। নন্দিনী দিদিমণি।
প্রাক্তণ শিক্ষয়িত্রী। স্কুলের মোড়।
একটানা গোঁ...গোঁ। নিজেকে সামলানো। বিশে।আনমনায় ফিসফিস - 'আমায় তুই আনলি কেন, ফিরিয়ে নে'...
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴