বৃৃষ্টি তুমি/শ্রাবণী সেন
বৃৃষ্টি তুমি
শ্রাবণী সেন
বৃষ্টি তুমি পল্লবিনী লতা
সুর বিলাসী শ্যামলী এক কন্যা
মল্লার তান বাজিয়ে মেঘে মেঘে
অশনিবাণ হানো যে অনন্যা।
বৃষ্টি তোমার আঁচল ভরা ফুল
মল্লিকা আর মাধবী, বেলি, জুঁই
ভিজে হাওয়ায় কদম সুবাস ভাসে
ফুলের মালায় সাজবি বুঝি তুই?
বৃষ্টি তুমি প্রিয় মুখের হাসি
কথার পরে না বলা কত কথা
ছাদের ওপর শ্রাবণধারা ঝরে
সাঁঝের বেলায় বৃষ্টি কথকতা।
বৃষ্টি তুমি জীবন পদ্য লেখ
কোন মালিনী, স্রগ্ধরা ছন্দে
পুরনো তুমি, চিরনবীনা তাই
পৃথিবী ভরো নতুন আনন্দে।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴