বৃষ্টির পদাবলি/উত্তম চৌধুরী
বৃষ্টির পদাবলি
উত্তম চৌধুরী
টিপটিপ ঝিরঝির বৃষ্টির শব্দ---
আজ কেউ হর্ষে,আজ কেউ জব্দ।
সব গাছ সব ঘাস ভিজছে বর্ষায়,
সব ব্যাং গান গায় বৃষ্টির জলসায়।
মাঠঘাট পথ সেই তাথই নাচছে,
জলহাঁস ছন্দে ডুবছে ভাসছে।
ফড়িং লাফ দেয়, ঝিঁঝি দেয় ডাক---
আজ জোর উৎসব ভিজছে ছয় কাক।
শুভ্র নৌকায় ভাসছে কৈশোর,
পিচ্ছিল উঠোন, আছাড়, খুব শোর।
জলমাঠ ফুটবল ডাকছে আয় আয়---
নদীর উচ্ছ্বাস মন যেন পায়।
কে যায় কোথায় বিলকুল ভিজছে,
কোদাল চালায় আল বাঁধ দিচ্ছে।
বৃদ্ধ-বৃদ্ধা ঘরেই বন্দি,
বৃষ্টির এই এক দারুণ ফন্দি।
জলজল বাইরে ঘুরতে বারণ,
উশখুশ কেউ কেউ মন উচাটন।
তবু শ্রাবণ ভরসায় থাকি,
চোখে রঙিন স্বপ্ন আঁকি।
**
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴