বৃষ্টিগান/মিলি ভট্টাচাৰ্য
বৃষ্টিগান
মিলি ভট্টাচাৰ্য
রিমঝিম রিমঝিম রিমঝিম
সেতারটা বেজে চলে নিঃসীম l
ঝমঝম ঝমাঝম ঝমাঝাম
পুরোনো ব্যথায় মন ডোবালাম l
ঝরঝর ঝরঝর ঝরঝর
মেয়ে তু্ই নূপুরটা পায়ে পর l
বৃষ্টির গান শুনি সারাদিন
স্মৃতির কবর খুঁড়ে
অতীতটা ঘুরে ফিরে
অভাগা শূন্য মনে বাজায় বীণ
বৃষ্টির গান শুনি সারাটা দিন l
আজ ব্যথা ভুলবে না বিরহগীত
শ্যামল বনচ্ছায়া
মেঘেদের ঘন মায়া
ছবি পাঠালো কোন মরমী মিত
আজ ব্যথা ভুলবে না বিরহগীত l
ছল ছল ছল ছল নদীজল
ইশারায় ডেকে বলে সাথে চল l
সঙ্গে যাব তোর? সাধ্য কী...
তীরে ঠাঁই ভীরু মন, বসে থাকি l
বৃষ্টি ফুলের মতো চোখে জল
পড়শী মন বলে, এ নতুন ছল l
দুঃখবিলাস, এ যে কাব্য কথা
মন জানে, মেঘে মেঘে কতই ব্যথা l
বৃষ্টির গান শুনি সারাটা দিন
জন্ম বিরহী আমি, বাজাই বীণ l
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴