বৃষ্টি হবি/ভাস্বতী রায়
বৃষ্টি হবি
ভাস্বতী রায়
তুই আকাশ হবি ?
আমি হব রামধনুর সব রং
শরতের মেঘ হবি?
আমি হব ঘন কাশবন।
ব্যস্ত দুপুরের করুণ রোদ হবি?
আমি হব শ্রান্ত পথিক
কি়ংবা পড়ন্ত বিকেলের সূর্য হবি ?
আমি হব লাল রং।
তুই অসময়ে বৃষ্টি হবি
আমি মেঠো গন্ধে ভরিয়ে দেব।
খরস্রোতা নোনাই হবি?
আমি ভিজিয়ে নেব
আমার শৈশব কৈশোর।
তুই টাইম মেশিন হবি?
এবার নাহয় আমি হব
তোর প্রতীক্ষা।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴