বৃষ্টি নিয়ে দুই
কেয়া সরকার
১
বৃষ্টি মানে আমার কাছে ব্যস্ত নারী
আধ ভেজা চোখ, মিষ্টি হাসি, নীলচে শাড়ি।
বৃষ্টি যেন মন নদীতে উথাল পাথাল ---
বুক ভরা জল তবুও যেন কিসের আকাল !
বৃষ্টি রোজই দুহাত তুলে আমায় ডাকে
লজ্জাতে মুখ লুকিয়ে রাখি, মেঘের ফাঁকে ।
২
আমি বৃষ্টির কাছে রেখে যাবো এক সূর্যস্নাত ভোর;
মেঘেদের কাছে পাঠিয়ে দেবো নালেখা চিঠিটা তোর
আমি বৃষ্টির কাছে বলে যাব আজ হার না মানার কথা
ভয়েদের কাছে হার মানিনি তো, নোয়াইনি আজও মাথা।
আমি বৃষ্টির মন ভরিয়ে দেবো সৃষ্টি সুখের সুরে
মেঘেদের সাথে হারিয়ে যাব আলোকবর্ষ দূরে।
বৃষ্টি তোকে তো আসতেই হবে হতাশ মেয়েটার ঘরে
কষ্টগুলোকে মুছিয়ে দিবি তো শ্রাবণ হয়ে ঝরে।
মন খারাপের মেঘলা দিনেও থাকতেই হবে পাশে --
মনের চিঠি তো লিখবই তোকে বৃষ্টি ভেজা ঘাসে।
হার না মানার গল্প হবে বীরাঙ্গনার মতো,
ছুঁড়ে দেব জলে হতাশায় ঘেরা নষ্ট চিঠি যত।
থাকিস কিন্তু আমার পাশে ভরসা করি তোকে,
যাস না চলে অন্য কোথাও অন্য মেঘের ফাঁকে।