বৃষ্টি দিনের গল্প/রীতা মোদক
বৃষ্টি দিনের গল্প
রীতা মোদক
বাদল দিনের গল্প বলি শোনো ---
আমি তখন ছোট্ট বেলা
উঠোন জুড়ে জল জমলে
নৌকো ভাসিয়ে চলত খেলা।
ঘর ছাড়িয়ে খানিক দূরে
যেতাম যখন নদীর ধারে,
একলা আমায় খুঁজে পেয়ে
বৃষ্টি এসে গায়ে পড়ে।
উথাল- পাতাল মনের ভেতর
অঝোর ধারায় বৃষ্টি নামে,
ভিজছি আমি, সিক্ত বসন,
চোখের পাতায় বৃষ্টি জমে।
জীবন যখন এলোমেলো
ছন্ন ছাড়া মেঘের মতো,
শ্রাবণ বানে ঘর ভেসে যায়..
গেরি-গুগলি আসে কত।
এখনো আমি একলা ঘরে
শ্রাবণ মেঘের দিন গুনি...
টিনের চালে ঝম ঝমাঝম
বৃষ্টি দিনের রেওয়াজ শুনি।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴