বৃষ্টি ঝরে শহর জুড়ে/দেবলীনা দে
বৃষ্টি ঝরে শহর জুড়ে
দেবলীনা দে
-------------------------
বৃষ্টি ঝরে মুখের 'পরে
চিবুক বেয়ে জল গড়ায়
ভিজছি আমি, ভিজছ তুমি
গাঙচিলেরাও ভিজেই যায়।
বাউন্ডুলে মনটা আমার
পাহাড় ছুঁয়ে এই শহর
মেঘের ঘরে সুনীল আকাশ
শহর ছেড়ে ওই সুদূর।
শ্রাবণ যখন অঝোর ধারা
জলের স্রোতে বকুল ফুল
কচিকাঁচা স্কুলের শেষে
ভিজছে যেমন, দিচ্ছে সাড়া।
পাড়ায় পাড়ায় জল থইথই
সবুজ ঘাসে ফড়িং ওড়ে
মেঘের দল জিরিয়ে নিয়ে
রাত্রি শেষে ফের হইহই।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴