বৃথা নয় শহীদের রক্ত/অরিন্দিতা বিশ্বাস
বৃথা নয় শহীদের রক্ত
অরিন্দিতা বিশ্বাস
শহীদের রক্তে রাজপথ ভিজেছিল,
মাটি হয়েছিল রঞ্জিত
মায়ের ভাষা বাংলা ভাষার সম্মান হল অর্জিত।
কত মানুষের বুকের ছাতি
ভেদ করে গুলি বর্ষণ।
আজও সে বাহান্ন অমর একুশ করছি তাকেই বরণ।
বাংলা কেন আজ পাঁচমেশালি,
কেন তা হয়েছে বেঙ্গলী?
এই বাংলা ভাষার মান্যতা দিতেই কত প্রাণ হোল বলি।
বাংলার ভাষা বাংলার প্রাণ,
বাংলাতেই হচ্ছে উপহাস
তাঁদের বলিদান বৃথা কেন হয়,
কেন শুধুই কাঁদে ইতিহাস???
বরকত, ক্ষুদিরাম তিতুমীর কন্যা ফিরে এসো তোমরা
অন্য কোনো রূপ নিয়ে,
বাংলার মান বোঝাতে এসো স্বয়ং ঈশ্বর হয়ে।
বাংলা ভাষায় লিখব, পড়ব
বলব মধুর কথা।
অন্য ভাষায় আনন্দ খুঁজি, ব্যাথা পেলেই তো বলি ও... মা।
বাংলা প্রতি শিশুকে শেখাই
যে যে প্রান্তেই করি বাস।
বাঙালি জাতি খুঁজে পাক চারিদিকে বাংলার নির্যাস।
ক্ষিদের কোনো বানান নেই,
ক্ষিদের নেই কো জাত।
এ বিশ্বের সকল বাঙালী
বাংলা ক্ষিদেতে মাত।
বাংলা ক্ষিদেতে মাত।
বাংলা ক্ষিদেতে মাত।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴