বিস্মরণ/তনুশ্রী পাল
বিস্মরণ
তনুশ্রী পাল
===========
ভুলে গেছি
শালবন আর সে জোনাকি ফুল
দুজনের লাইব্রেরি
মগ্নময় পাঠের অভ্যাস
এখন দুয়ারে ধুলো
ধূলিতে ধূসর যত স্মৃতির ফলক
তুমি তো জানোনি কিছুই
ঘুম নেই রাতগুলো হেঁটে গেছে
জানালার ধারঘেঁষা অন্ধকার আলপথে একা
ছুঁয়েই দেখেনি মন
আকাশ নক্ষত্র আলো,
সমুদ্রের বালুকা সঙ্গম
হারিয়েছে অনন্ত লেটারবক্স বিপ বিপ হৃদয়ের চিঠি
জানি এ মন্দের ভাল
ভুলে গেছি সবকিছু আমি
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴