বিসর্জন/শুক্লা রায়
বিসর্জন
শুক্লা রায়
বিসর্জনের আগে শেষবারের মতো দেখে নিলে
এই বাড়ি-ঘর, প্রশস্ত উঠোন।
নিজেকেও দেখে নিলে হয়ত -
শেষবারের মতো।
খড়-মাটি লেপে ঢেকে রাখা পেছনের দুঃখগুলো
গোপন অনাদর, ইচ্ছে-অনিচ্ছে-
সব ছাড়িয়ে আকাশে ডানা মেলার আগে
নিচের পৃথিবীতে রেখে গেলে মাটির বাড়ি-ঘর
অনিত্য জীবন।
বিসর্জনের আগে ঘাড় ঘুরিয়ে চোখটি ফেলেছ
ইঁট সিমেন্টে বাঁধানো মন্ডপে, তালিকাবিহীন
অভাব-অভিযোগ, চারপাশের অদৃশ্য ঘেরাটোপ আর হঠাৎ মিথ্যে হয়ে যাওয়া অলঙ্ঘ সীমানা রেখায়।
তবু তোমার আলতা পায়ে ভর করেছে ছেড়ে যাওয়ার ব্যকুলতা।
থাকতে চেয়েছিলে এখানেই
এই জল-মাটি আর অভিযোগে ভরা জীবনেই
আমাদের কাছে, আমাদের একজন হয়ে।
তোমার আলতার ছাপ কাগজ ছাড়িয়ে ঢুকে গেছে
আমাদের বুকের ভেতর
যেখানে তোমার রোজকার নিত্য নিত্য পদচারণ।
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴