বিপন্নতা তুলে নেব//মণিদীপা নন্দী বিশ্বাস
বিপন্নতা তুলে নেব//মণিদীপা নন্দী বিশ্বাস
----------------------------------------------
এটুকুই জানি। শুধু শব্দ হেঁটে যায় বাবুই চড়ুই
শিস দিয়ে ডেকে ওঠে দোয়েল যে ভাষায়
ভোরের ভৈরবে স্বর সাধে কোমল 'রে' আর 'ধা' য়...
অথবা বসন্ত পঞ্চমে গায়'আজু সখী মুহু মুহু'
বাংলা শেখার সে রোয়াকে এসে দাঁড়াই
যেখানে দুলছে সজনে ফুলের ঝাঁক বাঁধা খই
বইয়ের লালচে পৃষ্ঠায় দোলে ছবি
গাছের শাখা থেকে ভালবাসার অক্ষর নামে
দু'হাত বাড়াই, করতল থেকে বুকের কাছে
চুপ করে ঘুমিয়ে পড়ে রাত, নির্জনে ঢেকে রাখি
ভোরের রোদে ছেড়ে দিই। রোদেলা দুপুরে খেলা
সেরে চুপ করে বসে সে কালো জলচৌকিতে
ঠাকুরমার খোলা খবর কাগজে লুটোপুটি খেতে
খেতে কখন বিকেলের ঢেঁকি পাড়ে
চাল কুড়িয়ে রাখে মিছি মিছি রান্না বাটিতে
ঘন কালো রঙ।ঝিঁ ঝিঁ ডাকে,কখনো বাঁধের
দিক থেকে শব বয়ে নিয়ে যায় বাহক...সেই তো
দৌড়ে যাওয়া কাঁধ দিয়ে বলা 'বল হরি, হরি বোল'/ সব ফেলে রাত নির্জনে কখন ঘুম নামে
চেলপার্ক কালির বেগুনী অথবা সবুজ কালিতে
স্বপ্নরাই কথা হয়ে টুপটাপ নামে...
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴