বিন্দুতে সিন্ধু/মঞ্জুশ্রী ভাদুড়ী
বিন্দুতে সিন্ধু
মঞ্জুশ্রী ভাদুড়ী
এক
ওষুধটা খেয়েছো?
অ্যাঁ?
আরে, একটু আগে তোমার বালিশের পাশে যে ট্যাবলেটটা রেখে এলাম, ---কাশির ওষুধটা, খেয়েছো?
ওমা, ওটা তো দেখিনি, আমি তো ও ঘরের টেবিলের ওপরে রাখা ট্যাবলেটটা খেলাম, গতকালও একটা খেয়েছি---
কি যে করো না, এতো কথা বললে কিছু মনে থাকে? ওটা মনখারাপের ওষুধ,---আমার---
ভালোই তো! তোমার সবসময়ই মন খারাপ থাকে, আর আমার শুধু হাসতে ইচ্ছে করে, গল্প করতে ইচ্ছে করে, বেড়াতে যেতে ইচ্ছে করে, নানারকম খেতে ইচ্ছে করে, যেগুলো তুমি একদম পছন্দ করো না! এই নিয়েই তো আমাদের দু’জনের ঝগড়া, আর তো কিছু সমস্যা নেই! এবার আমারও মন খারাপ হবে, দুজনেই বেশ ভালো থাকবো মন খারাপ করে!
দুই
আর থাকবো না এ বাড়িতে! অসহ্য হয়ে গেছে! ওঁকে ঘড়ি ঘড়ি চা দাও, রকমারি খাবার বানিয়ে দাও, খুব মজা না? উনি সারাদিন বসে বসে খবর শুনবেন আর আমি বাঁদির মতো খাটবো----
কোথায় যাবে?
কেন? বাপের বাড়িতে! যেখানে এতদিন ছিলাম! সুখেই ছিলাম।
কখন যাবে?
ইঃ, তর সইছে না একেবারে! যখন খুশি যাবো---। দু'দিনের রান্নাও করে দিয়ে যাব, তারপর ব্যবস্থা করে নেবে যেভাবে পারো!
তিন
মা, মা-- এ কি! তুমি কখন এলে? ইতিমধ্যেই দু'খানা চায়ের কাপ জমিয়ে ফেলেছো দেখছি! মার কোমরব্যথা জানো না?
আমিও চলে এসেছি, ও বাড়িতে থাকবো না।
কি? শ্বশুরবাড়িতে থাকবে!
বাপের বাড়ি, শ্বশুরবাড়ি দুটোই আমার আপন বাড়ি, কোনও ভেদ নেই আমার মনে! তোমার মা-ও আমার আরেক মা। তাঁর কাছে আমি আবদার করি, আহ্লাদ করি। তোমার মত, ‘তোমার মা, তোমার মা’ করি না! কাজেই তিনিও আমি এলে, থাকলে খুশি হন; আমি বুঝি!
মা, ওমা, মেয়ের জন্য চা করলে আমাকেও দেবেন।
ছিঃ! আজ বিকেলেই এ বাড়ি ছেড়ে চলে যাব!
আমি যাব কিনা পষ্ট বলতে পারলুম না!
কি!!
আপনাদের
মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ↴